• ঢাকা
  • মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

যুক্তরাজ্যে আর-রাহমান একাডেমী ইউ,কের ২০২৪  চিলড্রেন এ্যাওয়ার্ড অনুষ্টান সম্পন্ন 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৮:২৭ পিএম;
যুক্তরাজ্য, আর-রাহমান, একাডেমী, ইউ,কে, ২০২৪  চিলড্রেন, এ্যাওয়ার্ড, অনুষ্টান, সম্পন্ন ,
যুক্তরাজ্যে আর-রাহমান একাডেমী ইউ,কের ২০২৪  চিলড্রেন এ্যাওয়ার্ড অনুষ্টান সম্পন্ন 

বিশ্বনাথ প্রতিনিধিঃ পড় তোমার প্রভুর নামে কুরআনের এই শ্লোগানকে ধারণ করে পথ চলা সংগঠন আর রাহমান একাডেমি লুটন এর উদ্যোগে লুটনের লুসি কমিউনিটি সেন্টারে এক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। বুধবার ২৮ আগস্ট বৃটেনের লুটনে লুসি কমিউনিটি সেন্টারে আর রাহমান একাডেমি লুটনের প্রিন্সিপাল ও আর-রাহমান এডুকেশন ট্রাস্ট এর পরিচালক ইমাম মাওলানা নুরুর রহমান সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউ কের ভাইস চেয়ারম্যন ও শারিয়া কাউন্সিলর মিডল্যান্ড চেয়ারম্যন ডঃ এইচ এম মাওলানা আবদুল গফফার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লুটন বারের কাউন্সিলার হাজাল সাইমন।.

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, আলহাজ্ব সাব্বির আহমদ (বারমিংহাম), আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে'র, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল করিম জলিল, দাওয়াতুল ইসলাম লুটনের ইমাম মাওলানা ফখরুল ইসলাম, ইমাম ও খতিব মাসজিদুল উম্মাহ লুটনের আলহাজ্ব আবদুল আওয়াল আবিদ খান।.

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

উপস্থিত ছিলেন আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউ কে'র স্থায়ী মেম্বার আলহাজ্ব মইনুল ইলিয়াসী, সভাপতি দাওয়াতুল ইসলাম লুটনের আলহাজ্ব ফারুক পারভেজ, দাওয়াতুল ইসলাম লুটন এর আবুল কালাম, আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে এর শুভাকাঙ্ক্ষী শামিম আহমেদ, আশোক মুবিন, আসগার, বদরুল আমিন, নজরুল আমিন, আবু আফতাব, হোসেন আহমদ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দোয়া পরিচালনা করেন, লুটনের উল্লেখ যোগ্য আলেমে দ্বীন উলামা উপদেষ্টা হাফিজ মাওলানা আবুল হাছান দাঃবাঃ সহযোগীতায় ছিলেন এমদাদ আল মানসুর, ছালমা বেগম মাঈশা, তাবাসসুম মাহিয়া, তাহাইয়্যুম মাদিহা, তাজাসসুম। এসময় ছাত্র ছাত্রীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে অভিবাকসহ অনেক গুনিজন উপস্থিত ছিলেন।. .

ডে-নাইট-নিউজ /

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ